‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনয়ন পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সিএসটিই বিভাগের শিক্ষার্থী সুদেব বাবু সেন অমিত, বিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী কামরুন নাহার, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসাররাহ চৌধুরী এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয়ের অনার্স স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীকে দেওয়া প্রধানমন্ত্রীর পদক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।